Wellcome to National Portal
Main Comtent Skiped

Futture Plan

একটা জাতির উন্নতির চাবিকাঠি হল শিক্ষা। দারিদ্র বিমোচনের লক্ষ্যে পূরণে শিক্ষাই হচ্ছে প্রধান অবলম্বন। মেধা ও মননে আধুনিক এবং চিন্তা-চেতনায় প্রাগ্রসর একটি সুশিক্ষিত জাতিই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। তাই শিক্ষাই জাতির মেরুদন্ড। 

  আওয়ামী লীগ আগামী প্রজন্মকে নৈতিক মূল ̈বোধ, জাতীয় ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জ্ঞান ও প্রযুক্তিতে  দক্ষ  মানবসম্পদ  হিসেবে  গড়ে  তোলার  লক্ষ্যে একটি  যুগোপযোগী  শিক্ষানীতি  প্রণয়নের  প্রস্তুতি  পূর্বেই  গ্রহণ  করেছিল।এখন তা পরিপূর্ন।

জোরজবরদস্তি  করে  শিক্ষাদান  নয়,  শিশুদের  শিক্ষার  পরিবেশ,  পাঠদান  পদ্ধতি  ও  বিষয়বস্তু  আকর্ষণীয়  ও  আনন্দময়  করে  তুলতে  হবে।  আমাদের  জাতির   স্বপ্ন বাস্তবায়িত  করে  তুলতে  আমাদের  তরুণ  প্রজন্মকে  প্রকৃত শিক্ষা, জ্ঞান, প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে। শিক্ষা,  জ্ঞান  ও  প্রযুক্তিতে  দক্ষ,  একই  সংগে  নৈতিক  মূল ̈বোধ,  জনগণের  প্রতি  শ্রদ্ধাশীল  ও  দায়বদ্ধ  এবং  দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।